ঢাকার সাভারের নিউমার্কেট এলাকায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। তার নাম নূর নাহার। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ এপ্রিল বিকেলে সাভার নিউমার্কেট এলাকার চাপাইন রোডে অজ্ঞাত নিহত ওই নারীর তথ্য পায় পিবিআই ঢাকা জেলা। তখন পিবিআই ঢাকা জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে যায়। পিবিআই, সাভার থানা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিবিআই ক্রাইমসিন টিম অজ্ঞাতনামা মরদেহের ডিজিটাল ফিংগার প্রিন্ট সংগ্রহ করে ডিজিটাল ফরেনসিক ল্যাবে পাঠায়। পিবিআই ফরেনসিক ল্যাবের সহায়তায় পিবিআই, অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। স্থানীয়ভাবে জানা যায় যে, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, কোনো অজ্ঞাতনামা লাশের তথ্য পেলে আমাদের ক্রাইমসিন টিম লাশের পরিচয় শনাক্তের জন্য এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতেই কাজ করে। আমরা একটি বিষয় মাথায় রেখে কাজ করি তা হল-যদি লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই, তাহলে শেষবারের মতো নিহতের পরিবারের লোকজন তাকে দেখতে পারবে। নিহত নূর নাহার ঢাকার সাভারের নিউমার্কেট এলাকার চাপাইন রোডে পাওয়া ওই নারী সাভারের বিরুলিয়া (বড় কাকর) গ্রামের মানিক মিয়ার মেয়ে নূর নাহার।