মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
শুক্রবার ২৫ জুলাই সূতিপাড়া ইউনিয়নের বাথুলী মাদ্রাসা মাঠে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী সমর্থক ও এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আলহাজ্ব ফটো মিয়া সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সুয়াপুর ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান তুলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা আবেক আপ্লূত হয়ে বলেন, ফটো মিয়া বিএনপি জন্য দিবেদিত প্রাণ ছিলেন। পতিত আওয়ামী সরকারের আমলে অনেক হামলার শিকার হয়েছেন এবং মামলা খেয়ে জেল খেটেছেন। ফটো মিয়া এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা রবিন ও দেলোয়ার হোসেন।