মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আমাদের সামনে লড়াই এক দিকে নয়, দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচন, নির্বাচনের আগ মুহূর্তে এই সময় আমাদের জন্য অত্যন্ত কঠিন, কারণ আমরা মোনাফেক, মীরজাফর সবাইকে নিয়ে একত্রে চলছি। আমরা এই চলাটা চাই না। আমরা চাই, দলে প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সুন্দর থাকবে। সেখান থেকে যোগ্যরা এগিয়ে আসবে, আমরা সবাই তার সঙ্গে থাকব। এখানে ঐক্য ছাড়া বিকল্প কিছু নাই। যারা সন্ত্রাসী করবে, তারেক রহমান পরিষ্কার বলেছেন, তিনি তাদের দায়িত্ব নেবেন না। অর্থাৎ দল তাদের দায়িত্ব নেবে না। অতএব যারা অপকর্মের সঙ্গে জড়িত আছে, তাদের বিএনপির বলে চিন্তা করবেন না প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কথা কমিটির অন্যতম সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন নতুন আলো ভূরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আগস্ট ২)বিকালে কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম।
কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এর সঞ্চালনায় আরো বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান খান,ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৃধা মো আমিনুর রহমান,ধামরাই উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কালা,ধামরাই উপজেলা বিএনপির জাতীয়তাবাদী মৎস্যজীবি দলে সাধারণ সম্পাদক ফারুক মোল্লা ধামরাই পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জল সহ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রূমখ।