স্টাফ করেসপন্ডেন্ট, মোঃ ফারুক হোসেন
ঢাকার ধামরাইয়ের ১৬ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ধামরাই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা কারও কারও সহ্য হচ্ছে না। এটা মানতে কষ্ট হলেও বাস্তবতা মেনে নিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
আরো বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। যত দ্রুত সংসদ নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।
ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা অধ্যাপক এম এ জলিল, খন্দকার আউয়ুব, আবু তাহের মুকুট, আনসার আলী, সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল প্রমুখ।