ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় ইফতারের কথা বলে কৌশলে ডেকে নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির। এর আগে, শনিবার (০৮ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি গোছারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদর থানার আমিরাবাদ এলাকার তোতা মিয়ার মেয়ে মিতু আক্তার (৩০), দিনাজপুরের ঘোড়াঘাট থানার সাদা মিয়ার মেয়ে বন্যা (২৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দুলু ফকিরের ছেলে জসিম ফকির (৩৫), একই থানার শাহাদাতের ছেলে চয়ন (২৪) ও মোস্তফার ছেলে তৌফিক আবির (২০)।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীর নাম শফিক মিয়া (৫০)। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি ন্যাচারাল গার্মেন্টস রোড এলাকার ইতিহাস জুয়েলার্সের মালিক।
ব্যবসায়ী শফিক মিয়া বলেন, মিতু আক্তারের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। মিতুর কাছে শফিক মিয়া ৪ হাজার টাকা পাওনা ছিলেন। সেই পাওনা পরিশোধ না করেই আরেকটি নুপুর বানিয়ে দিতে বলে মিতু। আগের বাকি টাকা এবং নুপুরের টাকা একসঙ্গে দেবে বলে শফিক মিয়াকে গত মঙ্গলবার (৪ এপ্রিল) আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে ডেকে নেয় মিতু। পরে নুপুর নিয়ে বাইপাইল পৌঁছালে ইফতারের দাওয়াত দেয় ও বাসায় গিয়ে টাকা পরিশোধ করার কৌশলে শফিক মিয়াকে পলাশবাড়ির বাসায় নিয়ে যায় মিতু। সেখানে আগে থেকেই অন্য আসামিরা উপস্থিত ছিল। বাসায় নিয়ে মারধর করে ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা-পয়সা লুট করে নেয়। মারধর করে বাম হাত ভেঙে দেয়। পরে ভুক্তভোগীর কাছে মুক্তিপণ বাবদ আরো দুই লাখ টাকা দাবি করে আসামিরা। পরে বিকাশে ২৫ হাজার টাকা এনে দিলে মুক্তি মিলে সেই ভুক্তভোগীর। পরে চিকিৎসা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এরা প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শফিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
ঢাকার আশুলিয়ায় ইফতারের কথা বলে কৌশলে ডেকে নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির। এর আগে, শনিবার (০৮ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি গোছারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদর থানার আমিরাবাদ এলাকার তোতা মিয়ার মেয়ে মিতু আক্তার (৩০), দিনাজপুরের ঘোড়াঘাট থানার সাদা মিয়ার মেয়ে বন্যা (২৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দুলু ফকিরের ছেলে জসিম ফকির (৩৫), একই থানার শাহাদাতের ছেলে চয়ন (২৪) ও মোস্তফার ছেলে তৌফিক আবির (২০)।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীর নাম শফিক মিয়া (৫০)। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি ন্যাচারাল গার্মেন্টস রোড এলাকার ইতিহাস জুয়েলার্সের মালিক।
ব্যবসায়ী শফিক মিয়া বলেন, মিতু আক্তারের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। মিতুর কাছে শফিক মিয়া ৪ হাজার টাকা পাওনা ছিলেন। সেই পাওনা পরিশোধ না করেই আরেকটি নুপুর বানিয়ে দিতে বলে মিতু। আগের বাকি টাকা এবং নুপুরের টাকা একসঙ্গে দেবে বলে শফিক মিয়াকে গত মঙ্গলবার (৪ এপ্রিল) আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে ডেকে নেয় মিতু। পরে নুপুর নিয়ে বাইপাইল পৌঁছালে ইফতারের দাওয়াত দেয় ও বাসায় গিয়ে টাকা পরিশোধ করার কৌশলে শফিক মিয়াকে পলাশবাড়ির বাসায় নিয়ে যায় মিতু। সেখানে আগে থেকেই অন্য আসামিরা উপস্থিত ছিল। বাসায় নিয়ে মারধর করে ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা-পয়সা লুট করে নেয়। মারধর করে বাম হাত ভেঙে দেয়। পরে ভুক্তভোগীর কাছে মুক্তিপণ বাবদ আরো দুই লাখ টাকা দাবি করে আসামিরা। পরে বিকাশে ২৫ হাজার টাকা এনে দিলে মুক্তি মিলে সেই ভুক্তভোগীর। পরে চিকিৎসা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এরা প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শফিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।