মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে সুবিধা বঞ্চিত ১৪২ পরিবারের মাঝে ভালনারেবল উইমেন বেনিফিট ( ভি ডব্লিউ বি) ২০২৩/২০২৪ আওতায় চাল বিতরণ করা হয়।
এ’সময় তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে এ চাল আপনাদের মাঝে বিতরণ করছে, আপনাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে। আপনারা অনেকেই বেশি দামের চাল কিনে খাওয়ার সামর্থ যাদের নেই তাদেরকে যাচাই বাচাই করেই এ চাল দেওয়া হচ্ছে। এই চালে প্রতি বস্তায় ৩০০ গ্রাম করে পুষ্টি দেওয়া আছে যা মানব দেহের জন্য খুবই উপকারী তাই বলবো আপনারা এ চাল নিজেরাই খাবেন এতে করে শরীরের জন্য অনেক উপকার হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের সহকারী সচিব সেলিম মিয়া,০৬ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ।