ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে জমি দখল ও হত্যা চেষ্টা, আলমনগর হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

সাভারে জমজম নূর সিটি নামের একটি আবাসন কোম্পানির কর্মচারীদের উপর হামলা চালিয়ে জমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগে পার্শ্ববর্তী আলমনগর হাউজিং কোম্পানির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২)। সোমবার (০৩ এপ্রিল) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার জমজম নূর সিটির জমি পরিমাপ কার্যক্রম চলাকালে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে এ হামলার ঘটনা ঘটে।

 

মামলার বিবরনী থেকে জানা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দুলিয়া মৌজায় জমজম নুর সিটির জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজিত হয়ে গত ৩০ মার্চ বিকেলে দখল করতে যান আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানীর লোকজন। পরে জমজম নুর সিটির লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা এসময় জমজম নুর সিটির কর্মকর্তা আতিকুর রহমান আতিক ও কর্মচারী বাহারকে কুপিয়ে ও কর্মচারী মাহমুদুল হাসান, কাওছার, শরিফ, সবুজ, আলমাস, আবুকে পিটিয়ে গুরুতর আহত করে তাদের সঙ্গে থাকা বালু ভরাটের ড্রেজার বিলের কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সন্ত্রাসীদের নির্মমতার আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হাউজিং কোম্পানীর লোকজনের উপর সন্ত্রাসীদের মারধর ও জমি দখলের চেষ্টার অভিযোগে জমজম নুর সিটির পক্ষে এ কে এম হাবিবুর রহমান আলমনগর সুগন্ধা হাউজিং এর মালিক মৃত আলম চাঁনের দুই ছেলে জাকির হোসেন (৪০) কে প্রধান আসামী ও মনির হোসেন (২৫) কে ২নং আসামী করে আরও আটজনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

 

মামলার বাকি আসামীরা হলেন- মোতালেব (৩৭), রফিক (৩৬), তরিকুল (৩৩), সুজন দাস (৩৫), ভুট্টু (৩০), শফিক (৩৬), ইউসুফ (৩৫) ও মনির ওরফে নৌকা মনির (৩৫)।

 

এদিকে ৩০ মার্চ জমি দখল করতে আসা সন্ত্রাসীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে একদল সন্ত্রাসী প্রকাশ্যে নানা ধরণের দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছে। এতে করে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। যেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নিতি গ্রহণ করেছেন সেখানে কিভাবে দিনের আলোয় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এসব সন্ত্রাসী অস্ত্রের ঝনঝনানি নিয়ে মহড়া দিচ্ছে। এই অস্ত্রধারী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে জমজম নুর সিটি কর্তৃপক্ষ জানায়, কিছু দিন পর পর সন্ত্রাসীদের এমন অত্যাচারে তারা অতিষ্ট হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পরে থেকেই আসামীদের গ্রেপ্তারে সাড়াঁশি অভিযান চলছে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাভারে জমি দখল ও হত্যা চেষ্টা, আলমনগর হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

সাভারে জমজম নূর সিটি নামের একটি আবাসন কোম্পানির কর্মচারীদের উপর হামলা চালিয়ে জমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগে পার্শ্ববর্তী আলমনগর হাউজিং কোম্পানির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২)। সোমবার (০৩ এপ্রিল) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার জমজম নূর সিটির জমি পরিমাপ কার্যক্রম চলাকালে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে এ হামলার ঘটনা ঘটে।

 

মামলার বিবরনী থেকে জানা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দুলিয়া মৌজায় জমজম নুর সিটির জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজিত হয়ে গত ৩০ মার্চ বিকেলে দখল করতে যান আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানীর লোকজন। পরে জমজম নুর সিটির লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা এসময় জমজম নুর সিটির কর্মকর্তা আতিকুর রহমান আতিক ও কর্মচারী বাহারকে কুপিয়ে ও কর্মচারী মাহমুদুল হাসান, কাওছার, শরিফ, সবুজ, আলমাস, আবুকে পিটিয়ে গুরুতর আহত করে তাদের সঙ্গে থাকা বালু ভরাটের ড্রেজার বিলের কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সন্ত্রাসীদের নির্মমতার আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হাউজিং কোম্পানীর লোকজনের উপর সন্ত্রাসীদের মারধর ও জমি দখলের চেষ্টার অভিযোগে জমজম নুর সিটির পক্ষে এ কে এম হাবিবুর রহমান আলমনগর সুগন্ধা হাউজিং এর মালিক মৃত আলম চাঁনের দুই ছেলে জাকির হোসেন (৪০) কে প্রধান আসামী ও মনির হোসেন (২৫) কে ২নং আসামী করে আরও আটজনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

 

মামলার বাকি আসামীরা হলেন- মোতালেব (৩৭), রফিক (৩৬), তরিকুল (৩৩), সুজন দাস (৩৫), ভুট্টু (৩০), শফিক (৩৬), ইউসুফ (৩৫) ও মনির ওরফে নৌকা মনির (৩৫)।

 

এদিকে ৩০ মার্চ জমি দখল করতে আসা সন্ত্রাসীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে একদল সন্ত্রাসী প্রকাশ্যে নানা ধরণের দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছে। এতে করে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। যেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নিতি গ্রহণ করেছেন সেখানে কিভাবে দিনের আলোয় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এসব সন্ত্রাসী অস্ত্রের ঝনঝনানি নিয়ে মহড়া দিচ্ছে। এই অস্ত্রধারী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে জমজম নুর সিটি কর্তৃপক্ষ জানায়, কিছু দিন পর পর সন্ত্রাসীদের এমন অত্যাচারে তারা অতিষ্ট হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পরে থেকেই আসামীদের গ্রেপ্তারে সাড়াঁশি অভিযান চলছে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।