ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার (০১ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ি নবীন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকারের সময় কোন মানুষ কষ্টে থাকবে না। সরকার সকল দুস্থ মানুষকে বিভিন্ন ভাবে সহয়তা দিয়ে যাচ্ছে।
এসময় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।