ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন, নারী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করে চাকু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলছুম বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা। এর আগে, শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ১০তলা রোড এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কুলছুম বেগম সিলেট জেলার বালাগঞ্জ থানার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার ডেন্ডাবর ১০তলা রোড এলাকায় স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। আহত বাবুল ফকির (৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা থানার বনেরসঙ্গী এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে ভুক্তভোগী বাবুল ফকিরের সাথে অভিযুক্ত আকলিমা বেগমের বিবাহ হয়। সেই সংসারে তাদের দুটি বাচ্চা রয়েছে। কিছুদিন আগে বাবুল ফকিরের চাকুরি চলে গেলে আকলিমা তার দুই শিশু সন্তানকে নানার বাড়ীতে রেখে আসে। পরে বাবুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর কিছুদিন পর আকলিমা বাচ্চাদের খরচের জন্য বাবুলকে ফোন করে টাকা দাবি করে। পরে সে কোথায় আছে জানতে চাইলে আকলিমা তাকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ আসতে বলে। আকলিমার কথা মত বাবুল ফকির গত ২৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে সে তাকে নিয়ে ডেন্ডাবর আকলিমার খালা কুলসুমের বাসায় নিয়ে যায়। পরে আকলিমার খালা তাকে দুধ গরম করে দিতে বলে। তার খালার কথা মতো তাকে দুধ গরম করে খেতে দেয়। দুধ খাওয়ার পরে বাবুল অচেতন হয়ে যায়। পরে তার খালার পরামর্শে আকলিমা বেগম ফল কাটা চাকু দিয়ে বাবুল ফকিরকে হত্যার উদ্দেশ্যে তার গোপনাঙ্গ কর্তন করে। এসময় বাবুল চিৎকার করে রুমের বাহিরে চলে আসলে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত বাবুল ফকির বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে আশুলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) অপুর্ব সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে এই মামলার বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে আহত বাবুল ফকির কিছুটা সুস্থ আছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন, নারী গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

ঢাকার আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করে চাকু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলছুম বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা। এর আগে, শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ১০তলা রোড এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কুলছুম বেগম সিলেট জেলার বালাগঞ্জ থানার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার ডেন্ডাবর ১০তলা রোড এলাকায় স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। আহত বাবুল ফকির (৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা থানার বনেরসঙ্গী এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে ভুক্তভোগী বাবুল ফকিরের সাথে অভিযুক্ত আকলিমা বেগমের বিবাহ হয়। সেই সংসারে তাদের দুটি বাচ্চা রয়েছে। কিছুদিন আগে বাবুল ফকিরের চাকুরি চলে গেলে আকলিমা তার দুই শিশু সন্তানকে নানার বাড়ীতে রেখে আসে। পরে বাবুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর কিছুদিন পর আকলিমা বাচ্চাদের খরচের জন্য বাবুলকে ফোন করে টাকা দাবি করে। পরে সে কোথায় আছে জানতে চাইলে আকলিমা তাকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ আসতে বলে। আকলিমার কথা মত বাবুল ফকির গত ২৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে সে তাকে নিয়ে ডেন্ডাবর আকলিমার খালা কুলসুমের বাসায় নিয়ে যায়। পরে আকলিমার খালা তাকে দুধ গরম করে দিতে বলে। তার খালার কথা মতো তাকে দুধ গরম করে খেতে দেয়। দুধ খাওয়ার পরে বাবুল অচেতন হয়ে যায়। পরে তার খালার পরামর্শে আকলিমা বেগম ফল কাটা চাকু দিয়ে বাবুল ফকিরকে হত্যার উদ্দেশ্যে তার গোপনাঙ্গ কর্তন করে। এসময় বাবুল চিৎকার করে রুমের বাহিরে চলে আসলে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত বাবুল ফকির বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে আশুলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) অপুর্ব সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে এই মামলার বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে আহত বাবুল ফকির কিছুটা সুস্থ আছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।