ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চার জুয়ারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার মৃত মঙ্গল আলীর ছেলে মো. বজুল হোসেন (৪২), ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়ের ভুরাইল এলাকার মৃত লাল চাঁনের ছেলে মো. মকবুল হোসেন (৪০), একই এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে আয়নাল (৪৫) এবং ধামরাইয়ের বাইশাকান্দা কদমতলী এলাকার মৃত হান্নানের ছেলে রাশেদুল ইসলাম (২২)। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার ১ বান্ডেলে থাকা ৫২টি তাস ও জুয়ার বোর্ডে থাকা সর্বমোট দুই হাজার নব্বই টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে চার জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।