মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব এর আয়োজনে প্রতিবারের মতো এবারও ব্যাটমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে ৮টি জুটি অংশ গ্রহণ করে দুই সপ্তাহ ব্যাপী টুর্নামেন্টের খেলা শেষ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে শিশির পাল – নিমাই দাস জুটি ও জীবন পাল – ইমন ধর জুটি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি -২০২৫ ইং) রাতে তরঙ্গ ক্লাবের অস্হায়ী মাঠে(সত্য রঞ্জন পাল – শিশির পাল গংদের নিজস্ব সম্পত্তি) তরঙ্গ ক্লাব আয়োজিত ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে শিশির পাল – নিমাই দাস জুটি বনাম জীবন পাল – ইমন ধর জুটি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত ফাইনাল খেলায় জীবন পাল – ইমন ধর জুটি ব্যাটমিন্টন টুর্নামেন্ট -২০২৫ এর চ্যাম্পিয়ন হয়,রানার্সআপ হয় শিশির পাল -নিমাই দাস জুটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল।
বক্তব্য শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন তরঙ্গ ক্লাবের সহ-সভাপতিদ্বয় সঞ্জীব চৌধুরী,শ্যাম গোপাল পাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল।
এ’সময় উপস্থিত ছিলেন ব্যাটমিন্টন টুর্নামেন্ট -২০২৫ এ অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়বৃন্দ ও তরঙ্গ ক্লাবের সদস্যবৃন্দসহ সুধীজন।