মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে সৃতিপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠণ বিশাল এক জনসভার আয়োজন করে। উপজেলার সৃতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শুক্রবার বিকেলে আয়োজিত এই জনসভাটি জনসমূদ্রে পরিণত হয়। সভাস্থলে ঠাই না হওয়ায় এর আশেপাশে, ভবনের ছাদে, ঢাকা আরিচা মহাসড়কের উপর আগত নেতাকর্মী ও জনতা অবস্থান নেয়।
ধামরাই উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ জলিল এটিকে এই ইউনিয়নের স্মরণকালের সেরা সমাবেশ বলে অভিহিত করেন।
এই জনসভার প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, একটি অদৃশ্য অপশক্তিকে প্রতিহত করে জননেতা তারেক রহমানের নেতৃত্বে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুণরুদ্ধা করে জনগণের ভোটাধিকার সহ অন্যান্য নাগরিক অধিকার ফিরিয়া দেয়ার লক্ষ্যে আমরা যুদ্ধ করছি। আপনাদের সকলের সহযোগিতায় এ যুদ্ধে আমরা সফল হব ইনশাল্লাহ।
ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এস জামান ও সুতিপাড়া ইউপি সদস্য মোশারফ হোসেন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সৃতিপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আতাউর রহমান (আতাব আলী)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক, জাবি সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, যুবদল নেতা আসিফুর রহমান মিলন, মোঃ খুররম চৌধুরী টুটুল প্রমুখ।সভা শেষে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ইয়াছিন ফেরদৌস মুরাদ।