মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই প্রেস ক্লাব আয়োজিত এক বিক্ষোভে প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন।এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা কে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।এ মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টার দ্বিতীয় দফায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক মনোয়ার হোসেন রুবেলের মা বলেন আমার ছেলে সাংবাদিকতা করছে, কোনো অন্যায় করে নাই। ৫ আগস্ট সে বাড়িতে ছিল। অথচ মামলায় বলা হয়েছে সে নাকি ঢুলিভিটা ছিল। এরকম ডাহা মিথ্যা কথা লেখে মামলা করছে। শত্রুতা করে এই মামলা করছে,’ বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন পঞ্চাশোর্ধ রাবেয়া আক্তার রুবিয়া। গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম।
মানববন্ধনে মনোয়ার হোসেনের পরিবারের সদস্যসহ অন্তত পাঁচ শতাধিক স্থানীয় লোকজন ও শতাধিক সাংবাদিক অংশ নেন। প্রায় এক কিলোমিটার এলাকা ছড়িয়ে যায় এ মানববন্ধন।
এ সময় তারা, ’রুবেলের বিরুদ্ধে মামলা, প্রত্যাহার করতে হবে’, ’অবৈধ মামলা, বাতিল চাই, করতে হবে’, ’সাংবাদিকের বিরুদ্ধে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, সহ বিভিন্ন স্লোগান দেন।
অংশ নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা ইসমাইল হোসেন। তিনি অবিলম্বে এ মামলা থেকে রুবেলের নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতা থানা পুলিশের সঙ্গে দেখা করেন।
গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।
মামলার বাদি জুয়েল তালুকদার (৩০) ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের আথাইল শিমুল এলাকার জালাল তালুকদারের ছেলে।তবে এ ঘটনায় মামলার বাদীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, একটি মামলার কথা শুনেছি। তবে এখনও ধামরাই থানায় এ সংক্রান্ত নথি পৌঁছেনি। এখনও থানায় এমন কোনো মামলা রুজু হয়নি।
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২
প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ধামরাই সানোড়া ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা
স্ত্রীর লাশ নিয়ে বাড়ী ফেরার পথে লাশ হলেন স্বামী
ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
ধামরাইয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত আহত অর্ধশতাধিক
ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন ডাকাত
ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
লালন শাহ’র ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে জম জমাট আখড়াবাড়ি
ধামরাইয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে শ্রমিক বিক্ষোভ
ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
- গ্রিন টিভি বাংলা ডেস্ক :
- আপডেট সময় ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস