স্টাফ করেসপন্ডেন্ট
বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুস্থানে মেধাবী ছাত্র বীর শহীদ আফিকুল ইসলাম সাদসহ রক্তঝরা হাজারো শহীদের স্বরণে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২২ আগষ্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র ও সর্বস্তরের জনতার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট ধামরাই হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের গুলিতে আহত হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র আফিকুল ইসলাম সাদ। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ মৃত্যু বরন করেন।
বীর শহীদ সাদের বাবা শফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সন্তান শহিদ হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার চাই। আর যে কোন শিক্ষার্থীকে সাদের মতো জীবন দিতে না হয়। আজ সকলেই আছে কিন্তু সাদ নেই। এই বলে কান্নায় ভেঙে পড়েন সাদের বাবা।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, ছাত্রদের আন্দোলনে সরকার পতন হয়েছে। যা কোন রাজনৈতিক দল পারে নি। আমরা আফিকুল ইসলাম সাদের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার( ভূমি) প্রশান্ত বৈধ্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।