ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিশাল সমাবেশ

 

স্টাফ করেসপন্ডেন্ট,
ঢাকার ধামরাই উপজেলায় ১৬ আগস্ট (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি, ইয়াসিন ফেরদৌস মুরাদ। সমাবেশে আগত নারী-পুরুষ ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি বলেন,এদেশে হিন্দু- মুসলিম সবাই একই রক্তের মানুষ। ধর্মীয় স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের মসজিদে হামলা করলে যেমন কষ্ট হয়, তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে তাদেরও কষ্ট হয়। আজ থেকে কারো উপর জুলুম করা চলবেনা। অবৈধভাবে কারো সম্পত্তি দখল করা চলবে না। কেউ যদি বিএনপির নামে অথবা আমার নাম ব্যবহার করে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়,তাহলে সে যেই হোক আপনারা তাকে রুখে দিবেন। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের পর আবার আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়বো। যে বাংলাদেশ হবে উন্নয়নের, উৎপাদনের, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা শিক্ষার পরিপূর্ণ। বিগত দিনের স্বৈরশাসক যেভাবে দেশের জনগণের সাথে অন্যায়, অবিচার, জুলুম নির্যাতন করেছে আমরা অর্থাৎ বিএনপি ও যদি এখন এইসব করি তাহলে স্বৈরশাসক হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কোথায়। এর আগে ৭ আগস্ট পল্টন ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে অতীতের সব রাগ, ক্ষোভ, অভিমান ভুলে গিয়ে নতুন করে আবার দেশকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইবাদুল হক জাহিদ, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। খুররম চৌধুরী টুটুল, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। মোশাররফ হোসেন, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। আক্তারুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। এম এ জামান, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। সৈয়দ নাঈম, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। আব্দুল হাই, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। ইসমাইল হোসেন সুমন, সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল,আরমান হোসেন খান সাবেক জি.এস-ঢাকা কলেজ ছাত্র দল সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ধামরাইয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিশাল সমাবেশ

আপডেট সময় ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

 

স্টাফ করেসপন্ডেন্ট,
ঢাকার ধামরাই উপজেলায় ১৬ আগস্ট (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি, ইয়াসিন ফেরদৌস মুরাদ। সমাবেশে আগত নারী-পুরুষ ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি বলেন,এদেশে হিন্দু- মুসলিম সবাই একই রক্তের মানুষ। ধর্মীয় স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের মসজিদে হামলা করলে যেমন কষ্ট হয়, তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে তাদেরও কষ্ট হয়। আজ থেকে কারো উপর জুলুম করা চলবেনা। অবৈধভাবে কারো সম্পত্তি দখল করা চলবে না। কেউ যদি বিএনপির নামে অথবা আমার নাম ব্যবহার করে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়,তাহলে সে যেই হোক আপনারা তাকে রুখে দিবেন। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের পর আবার আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়বো। যে বাংলাদেশ হবে উন্নয়নের, উৎপাদনের, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা শিক্ষার পরিপূর্ণ। বিগত দিনের স্বৈরশাসক যেভাবে দেশের জনগণের সাথে অন্যায়, অবিচার, জুলুম নির্যাতন করেছে আমরা অর্থাৎ বিএনপি ও যদি এখন এইসব করি তাহলে স্বৈরশাসক হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কোথায়। এর আগে ৭ আগস্ট পল্টন ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে অতীতের সব রাগ, ক্ষোভ, অভিমান ভুলে গিয়ে নতুন করে আবার দেশকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইবাদুল হক জাহিদ, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। খুররম চৌধুরী টুটুল, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। মোশাররফ হোসেন, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। আক্তারুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। এম এ জামান, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। সৈয়দ নাঈম, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। আব্দুল হাই, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। ইসমাইল হোসেন সুমন, সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল,আরমান হোসেন খান সাবেক জি.এস-ঢাকা কলেজ ছাত্র দল সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।