মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই শাখার ৭৯ সদস্যে নতুন কমিটি গঠন, শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকেল সাড়ে চারটায় ধামরাই উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শপথ গ্রহন অনুষ্ঠান শেষ হয়।
নতুন কমিটি গঠন শপথ গ্রহন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর সভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,বেলায়েত হোসেন পাঠান,নিসচার ধামরাই শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া,সাধরন সম্পাদক মোঃ রফিক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় আগত অতিথি ও কমিটির দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই পৌর সভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।
সভার নব-গঠিত ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সাবেক সভাপতি পুনরায় তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয় মোঃ নাহিদ মিয়া ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় মোঃ রফিক।
এর পর অনুষ্ঠানের শেষে নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ।