মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফাহিম হোসেন (২৮) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার(২২ মার্চ) রাতে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্ৰেফতারকৃত ফাহিম হোসেন উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার কাদের আলীর ছেলে। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।
এসময় সেখান থেকে ফাহিমকে ১৫ পিস ইয়াবাসহ গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।