মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ধামরাই উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার, সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ও ঢাকা জেলা আওয়ামীলীগ, ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র ৭২ তম শুভ জন্মদিন ওউপলক্ষে ২৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা মুক্তিযুদ্ধা ও আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির,ধামরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিরাজ উদ্দিন,ধামরাই উপজেলা কৃষকলীগের আহবায়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ হোসেন,কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: নুরুজ্জামান,প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল বাশার,বালিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো: আহাম্মদ হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম (বাবু)সহ মুক্তিযুদ্ধাগণ এবং আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।