মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে একই দিনে পাচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর শুভ উদ্বোধন করা হয়।
আজ ২৮ ফেব্রুয়ারী (বুধবার) উত্তর বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শোলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডেমরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাইয়ে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
আরো উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ নুরুজ্জামান, দক্ষিন বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব পীরজাদা মৌলবী মো: আব্দুল হালিম পীর সাহেব,বান্নল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গফুর, বান্নল দরবার শরিফের পীরজাদা ফিরোজ আহমেদ পীরসাহেব,কুশুরা ইউনিয়ন যুবলীগ নেতা মোতালেব হোসেন সহ স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।