মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদরাসা, বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা, মুস্তি বেপারী বালক এতিমখানা ও জহুরুন নেছা বালিকা এতিমখানার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদরাসার মোহ্তামিম হাফিজ মাওলানা মুফতি নাঈমুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সিআইপি) বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান।
আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাইদ মিয়া, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ (মুকুল), ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন সহ অন্যান্য নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থী ।