ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

 

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকরা।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক আটকিয়ে ধামরাইয়ের ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শনিবার সকাল সাড়ে ০৮টা থেকে শ্রমিকরা সরকারি গ্রেড অনুয়ারী বেতন ভাতার বূদ্ধির দাবিতে এ আন্দোলন করছেন বলে জানা গেছে। এ আন্দোলনে ওই ফুটওয়ার এর প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন।

এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে আছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। দুপুর গড়িয়ে গেলেও শ্রমিকদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করতে পারেনি পুলিশ ও সংশ্লিষ্ট কারখানার মালিকপক্ষ।

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী বেতন দিয়েছি। আমরা সরকারের কোন নিয়ম ভঙ্গ করি নাই। নিয়মের বাহিরে কোন কথা থাকলে আলাপ-আলোচনা করে সমাধান করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

 

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকরা।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক আটকিয়ে ধামরাইয়ের ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শনিবার সকাল সাড়ে ০৮টা থেকে শ্রমিকরা সরকারি গ্রেড অনুয়ারী বেতন ভাতার বূদ্ধির দাবিতে এ আন্দোলন করছেন বলে জানা গেছে। এ আন্দোলনে ওই ফুটওয়ার এর প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন।

এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে আছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। দুপুর গড়িয়ে গেলেও শ্রমিকদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করতে পারেনি পুলিশ ও সংশ্লিষ্ট কারখানার মালিকপক্ষ।

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী বেতন দিয়েছি। আমরা সরকারের কোন নিয়ম ভঙ্গ করি নাই। নিয়মের বাহিরে কোন কথা থাকলে আলাপ-আলোচনা করে সমাধান করা হবে।