মোঃ ফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি
ধামরাই উপজেলায় কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বরে মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৮ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদদের স্বরনে শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষে ধামরাইয়ের মধ্যে বৃহত্তর শহীদ মিনারের উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ নুরুজ্জামান,সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।