মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপিকে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন এর পক্ষ থেকে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম শুভ এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারী (বুধবার) অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ ড. সেলিম মিয়ার উদ্বোধনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান মো: সিরাজ উদ্দিন সিরাজ,ধামরাই উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: আহম্মদ হোসেন।
এছাড়া আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।