মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলায় কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর উদ্বোধনায়।
অত্র বিদ্যালয়ের সভাপতি ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টুর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-২০ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,সজাক এর পরিচালক আব্দুল মতিন, এসডিআই এর নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক,ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড:সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন,বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।