মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন, এতিম ও দুঃস্থদের জন্য সৌদী আরব সরকারের প্রেরিত দুম্বার মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষ হতে বিভিন্ন এতিমখানার এদিমদের মধ্যে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম মমিনুল হকসহ সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।
দুম্বার মাংস বিতরণকৃত এতিম খানাগুলো হলো, হাফেজী হুজুর (র:) মুহাম্মদীয়া এতিমখানা ও মুসলিম শিক্ষা কেন্দ্র, জামিয়া মুহাম্মদীয়া সাইফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, হাজেরা ইস্রাফিল হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, কুল্লা কেলিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ডাউটিয়া গোয়ালদি কাশিপুর মাদ্রাসা ও এতিমখানা, রুপনগর মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, নান্দেশ্বরী ইসলামাবাদ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, বাথুলি মাদ্রাসা ও এতিমখানা, দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডাউটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, কালামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আশুলিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দত্তনালাই মাদ্রাসা ও এতিমখানা, শৈলান ইউনেসিয়া এতিমখানা, খরারচর এতিমখানা, মার্কাজ মোহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইশি এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম।