মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬ জন প্রার্থী।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে ধামরাই উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা।
এসময় দলীয় নেতা কর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল খোকন, বাংলাদেশ সুপ্রিম পার্টি মোঃ মিনহাজ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)সদস্য এডভোকেট রেবেকা সুলতানা সহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় প্রার্থীরা আগামী ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার এআশ্বাস ব্যক্ত করেন।