মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস ধামরাই উপজেলায় ‘স্কাউট ভবন’ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কুশুরা ইউনিয়নে বৈন্যা গ্রামে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধামরাই উপজেলা স্কাউট সভাপতি হোসাইন মোহাম্মদ হাই জকী। সঞ্চালনা করেন ধামরাই মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, কুশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ নূরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) আমিমুল এহসান খান পারভেজ, বাংলাদেশ স্কাউটস উপ-কমিশনার মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস নির্বাহী পরিচালক উনু চিং মারমা, ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, ধামরাই উপজেলা স্কাউটসহ ও সোয়াপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার ইসলাম তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন প্রমূখ।