মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেটকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শান্তি শোভাযাত্রা করেছেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার ঐতিহাসিক যাত্রাবাড়ী মাঠ থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রধান প্রধান সড়ক ঘোরে এ মটরসাইকেল ও প্রাইভেটকারের শোভাযাত্রা করা হয়।
আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রায় ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,উপজেলা আওয়ামী কৃষকলীগের আহবায়ক আহম্মদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর,ইউপি সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।