মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি ও জামাতের হরতাল,অবরোধ,অগ্নি সংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে মোটরসাইকেল মহরা করেন।
মহরা শেষে একটি সমাবেশ হয়, এসময় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেস হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান সি আই পি।
এ’সময় আরও বক্তব্য দেন পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম,পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান ,ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জাকারিয়া দীপু প্রমুখ।