মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
উক্ত মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান প্রমূখ।