মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী ধামরাই শ্রীশ্রী জগন্নাথদেব ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম অঙ্গনে সুন্দর ও সুষ্ঠভাবে পালিত হলো বাবার কার্তিক ব্রত (রাখের উপবাস) ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব- ২০২৩।
শনিবার ( ৪ঠা নভেম্বর ২০২৩) সন্ধ্যায় ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডে কায়েতপাড়া শ্রী শ্রী লোকনাথ আশ্রম ও জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে কার্তিক ব্রত ( রাখের উপবাস) ও ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব -২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আমজাদ হোসেন ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্ণেল,ধামরাই মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল,
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার,শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও জগন্নাথ দেবের মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী শ্যামল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ পাল সহ হাজারো পূজারি ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এ’ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন।