মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা তুলে ধরে নৌকায় ভোট চাইলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের সীমা সিনেমা হল মোড়ে পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শ্রী নন্দ গোপাল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে নৌকায় ভোট চাইলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল্লাহ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, হারুন অর রশিদ রুকন, কামরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ধামরাইয়ের উন্নয়ন মূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না।ধামরাইয়ের জনগণ হরতাল অবরোধ কর্মসূচি প্রত্যাখান করেছে তাই ধামরাইয়ে কোনো হরতাল অবরোধ করতে দেয়া হবে না, হবে না।
মতবিনিময় সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।