মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডাউটিয়া গ্রামের মোঃ কোরবান আলীর বড় ছেলে পুলিশ সদস্য মোঃ নুরুল হক (৫০) গতকাল তার কর্মস্থল নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার পাশে গতকাল ৩১ অক্টোবর মঙ্গলবার বিএনপি জামায়াতের ডাকা অবরোধের ডিউটি পালন কালে তার উপর বিএনপি জামায়াতের লোকজন হামলা চালায় পরে তারা মরে গেছে মনে করে ফেলে চলে যায়।
সেখানকার স্থানীয় লোকজন তাকে ভ্যানে তুলে পাশেই একটি হাসপাতালে নেয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠানো হয়।
আহত পুলিশ সদস্যকে মাথায় ২৭ টি সেলাই, বাম হাত ভেঙে ফেলা হয়েছে এবং ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপের চিহ্ন পাওয়া যায়।
ঢাকা জেলা পুলিশের এসপি আসলাম সুবির বলেন সত্যি বলতে এগুলো খুবই দুঃখ জনক। আমরা পুলিশ সবসময় মানুষের জন্য কাজ করি আর এভাবে যদি আমাদের পুলিশ সদস্যদের উপর হামলা করে তাহলে এরা কি তাদের দায়িত্ব পালন করবে।তিনি আরও জানান যে উন্নত চিকিৎসার জন্য যা কিছুর প্রয়োজন আমরা করে যাবো ইনশাল্লাহ।
পুলিশ সদস্যদের ছোট ভাই দেশবাসীর কাছে তার বড় ভাই সহ সকল আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।