মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,সোহনা জেসমিন মুক্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, যুবলীগের নেতা কামরুল ইসলাম ও স্বপ্নডানার সভাপতি শাহরিয়া ফেরদৌস রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন স্হানীয় এমপি বেনজির আহমদ।