মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “তারুণ্যের জয়যাত্রা”সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।
পৌর যুবলীগের সাধারণত সম্পাদক সানোয়ার হক সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন পাঠান, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।