মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক কার্যক্রম ও প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে ঢাকার ধামরাই উপজেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। গতকাল শনিবার উপজেলার ঐতিহ্যবাহী কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মতবিনিময়কালে এমপি বেনজীর আহমদ বলেন- সারা দেশে শিক্ষাসহ সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের তাদের সুচিন্তিত বিবেককে কাজে লাগানোর অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, কুশুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সাবেক অধ্যক্ষ এম এম জলিল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিকেলের দিকে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে মাদরাসার শিক্ষকদের নিয়ে ও মতবিনিময় সভা করেছেন।