মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে স্বাধীনতা যোদ্ধের অন্যতম সংগঠন মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরু উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২১ অক্টোবর (শনিবার) বিকেলে নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সিআইপি) আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা-২০ ধামরাইয়ের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান (সিআইপি) বলেন আমার বাবার প্রতিষ্ঠিত আমেনা নুর ফাউন্ডেশনের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কারণ আমি চাই ধামরাইয়ের ১৬টি ইউনিয়ন যেন মাদক ও সন্ত্রাস মুক্ত থাকে তাই ১৬ ইউনিয়ন থেকে বাছাই করে ভাল খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়া হয়েছে যাতে করে এলাকার ছেলেরা মাদকের দিকে ঝুকে না পরে খেলা দেখে সময় কাটাতে পারে এবং ধামরাই উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য আমি সর্বদা চেষ্টা চালিয়ে যাবো।
তিনি আরও বলেন যেমন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার ঠিক তেমন আমার বাবার ও স্বপ্ন ছিল এই ধামরাই কে একটি আধুনিক রোল মডেল থানা করার, আমার পিতা স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রেখে গিয়েছেন এবং শুরু করে গিয়েছেন, আমেনা নুর ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সকল ভাই বোনেরা মিলে সেগুলো প্রতিষ্ঠিত করবো এবং ধামরাই থানার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং ক্রীড়া অঙ্গনের উন্নয়ন করে যাবো ও মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেয় তাহলে আমি ধামরাই থেকে নৌকা মার্কার জয় উপহার দিব ও ধামরাইয়ের জনগণের জন্য কাজ করে যাবো, আর যদি অন্য কাউকেও মনোনয়ন দেয় তাহলে তার জন্য ও কাজ করে যাবো, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রীর আসনে বসাবেন ও উন্নয়নের ধারা বজায় রাখবেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামানের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন সোহেল খান একাদশ বনাম যাদবপুর চিরসবুজ ফুটবল টুর্নামেন্ট।
উক্ত খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বাংলাদেশ -ভারত সসম্প্রীতি পরিষদ ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: ফজলে আলী।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হক।
উক্ত খেলার উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেস হোসেন।
উক্ত ফাইনাল ম্যাচে ধামরাই সোহেল খান একাদশ কে ১-০ গোলে পরাজিত করে যাদবপুর চিরসবুজ ফুটবল টুর্নামেন্ট বিজয় লাভ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ মুকুল ,কালামপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোন মুসলেম উদ্দিন মুসা, ধামরাই উপজেলা যুবলীগ নেতা আলম কবির,ধামরাই উপজেলা যুবলীগ নেতা মো:জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা মটর চালকলীগের সভাপতি মো: ফারুক হোসেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, কুশুরা ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক মো: জাহিদুল ইসলাম জাহিদ, কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ কৌশিক আহমেদ, কুশুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: মনির হোসেন সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ জনগণ।