ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাটুরিয়া থানা পুলিশের হাতে ৮ জোয়ারী গ্ৰেফতার

 

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সাটুরিয়ার পরদানপুর এলাকা থেকে ৮ জোয়ারীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। জানা য়ায় গত কাল রাতের আধারে অভিযান চালিয়ে মোঃ আমিনুর রহমান (৪২) পিতা মতৃ ফুলচান বেপারী গ্রাম পশ্চিম কাওন্নারা,সাহাজ উদ্দিন (৪২) পিতা মতৃ কলিম উদ্দিন গ্রাম বড় কুড়িকাহুনিয়া (ঘিওর),মোঃ ফারুক হোসেন (৩৮) পিতা সামছুল গ্রাম বড় কুড়িকাহুনিয়া (ঘিওর),মোঃ শরিফুল ইসলাম(২৫) পিতা মোঃ শম্ভু গ্রাম বাউখণ্ড পশ্চিমপাড়া (আমতা ) ধামরাই ঢাকা,মোঃ আবুল কাশেম মিয়া (৪০)পিতা মোঃ ফজলু মীর গ্রাম কুরিকাহুনিয়া (ঘিওর),লিটন মীর (৩৫) পিতা লেবু গ্রাম কুরিকাহুনিয়া (ঘিওর),মোঃ রাজীব হোসেন (৩২) পিতা মোঃ রইছ উদ্দিন গ্রাম পশ্চিম কাওন্নারা,মোঃ তারা মিয়া (৪৫) পিতা মোঃ সিরাজ গ্রাম র্পূব কাওন্নারা ৮ জোয়ারীকে গ্রেফতার করা হয় এদের ৭ জন সাটুরিয়া উপজেলার বাসিন্দা এবং ১ জন ধামরাই উপজেলার বাসিন্দা। তারা পরদানপুরের একটা বাড়িতে প্রতিদিন জোয়া খেলে আসছিল।সাটুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে এস আই মোঃ মোস্তফা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং জোয়ার আসর থেকে নগত আঠারো হাজার টাকা জব্দ করে। এবিষয়ে সাটুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি )সুকুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং বলেন তাদের নামে একটি মামলা হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাটুরিয়া থানা পুলিশের হাতে ৮ জোয়ারী গ্ৰেফতার

আপডেট সময় ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

 

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সাটুরিয়ার পরদানপুর এলাকা থেকে ৮ জোয়ারীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। জানা য়ায় গত কাল রাতের আধারে অভিযান চালিয়ে মোঃ আমিনুর রহমান (৪২) পিতা মতৃ ফুলচান বেপারী গ্রাম পশ্চিম কাওন্নারা,সাহাজ উদ্দিন (৪২) পিতা মতৃ কলিম উদ্দিন গ্রাম বড় কুড়িকাহুনিয়া (ঘিওর),মোঃ ফারুক হোসেন (৩৮) পিতা সামছুল গ্রাম বড় কুড়িকাহুনিয়া (ঘিওর),মোঃ শরিফুল ইসলাম(২৫) পিতা মোঃ শম্ভু গ্রাম বাউখণ্ড পশ্চিমপাড়া (আমতা ) ধামরাই ঢাকা,মোঃ আবুল কাশেম মিয়া (৪০)পিতা মোঃ ফজলু মীর গ্রাম কুরিকাহুনিয়া (ঘিওর),লিটন মীর (৩৫) পিতা লেবু গ্রাম কুরিকাহুনিয়া (ঘিওর),মোঃ রাজীব হোসেন (৩২) পিতা মোঃ রইছ উদ্দিন গ্রাম পশ্চিম কাওন্নারা,মোঃ তারা মিয়া (৪৫) পিতা মোঃ সিরাজ গ্রাম র্পূব কাওন্নারা ৮ জোয়ারীকে গ্রেফতার করা হয় এদের ৭ জন সাটুরিয়া উপজেলার বাসিন্দা এবং ১ জন ধামরাই উপজেলার বাসিন্দা। তারা পরদানপুরের একটা বাড়িতে প্রতিদিন জোয়া খেলে আসছিল।সাটুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে এস আই মোঃ মোস্তফা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং জোয়ার আসর থেকে নগত আঠারো হাজার টাকা জব্দ করে। এবিষয়ে সাটুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি )সুকুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং বলেন তাদের নামে একটি মামলা হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।