মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার কৃতি সন্তানবৃন্দ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) ধামরাই মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-২০ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: নূরুল আলম,গনস্বাস্হ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: আবুল হোসেন,ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল সহ
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধামরাই উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি )প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা-২০২৩ সুষ্ঠু সুন্দর পরিবেশে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।