মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
এরপর ধামরাই উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ধামরাই পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন সহ , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য জনপ্রতিনিধিগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ধামরাই উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।