মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নে হরগজ মোড় এলাকায় একটি মবিল ও ডিজেলের দোকানে ভয়াবহ আগুন লেগে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানান দোকান মালিক মোঃ খোরশেদ আলম।
সাটুরিয়া ফায়ার স্টেশন জানান গতকাল (৪অক্টোবর) রাত ৮টার সময় ফুকুরহাটি ইউনিয়নে হরগজ মোড় এলাকায় খোরশেদ আলম (৩৫) মবিল,অকটেন,পেট্রোল,ডিজেল এর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।
সরজমিনে যেয়ে জানা যায় দোকানদার মোঃ খোরশেদ আলম বলেন কোথায় থেকে আগুন লেগেছে তা আমি জানিনা আমার কোন শুক্র নেই, দোকানে প্রায় আনুমানিক ২০ লক্ষ টাকার মবিল,অকটেন,পেট্রোল,ডিজেল এগুলো সব আগুনে শেষ করে দিয়েছে।
সাটুরিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মজিবর রহমান সিকদার জানান, রাত ৮ টার সময় সাটুরিয়া ফায়ার স্টেশন ফোনের মাধ্যমে জানতে পেরে মানিকগঞ্জ থেকে ২ টি ইউনিট এবং আমাদের ২টি ইউনিট মোট ৪টি ইউনিটের মাধ্যমে প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি।