মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর,নয়ারহাট সেতুর পূর্ব প্রান্তে সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী মোঃ আশিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার দেহ ছিন্ন ভিন্ন হয়েছে। মোটর সাইকেলটিও চুরমার হয়েছে।
বুধবার (৪ অক্টোবর):সন্ধ্যা সাতটার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় ঢাকা – আরিচা মহাসড়কের সেতুর পূর্ব প্রান্তে এ’দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ট্রাকটি আরিচা দিক থেকে নয়ারহাট সেতুর পূর্ব প্রান্তে ঢালে আসা মাত্রই অপর পাশ থেকে দ্রুত বেগে আসা মোটরসাইকেল আরোহী সরাসরি ট্রাকের সামনে এসে পরে,ট্রাকের নিচে ঢুকে যায়।এসময় মোটরসাইকেল আরোহী মোঃ আশিক (২৪) ঘটনা স্থলেই নিহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত আশিক ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মোঃ আওলাদ হোসেন এর একমাত্র (ছেলের )সন্তানের।
এ’দূর্ঘটনায় মোটরসাইকেলটিও ভেঙ্গে চুরমার হয়ে যায়।এ সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে।
আশুলিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন,ট্রাকটি আটক করা হযেছে। চালক পলাতক রয়েছে।এঘটনায় মামলা হবে বলে তিনি জানান।