মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’কে মূল প্রতিপাদ্য করে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ জরুরী কাজে ব্যস্ত থাকার কারণে এ’অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এ’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ (পিপিএম) ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা।
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ এর অনুষ্ঠানে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত ছিলেন।