মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ৫৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও ফজিলাতুন্নেসা স্মৃতি সংসদের সভাপতি আব্দুল লতিফ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী কাশিপুর ঈদগাহ মাঠে কৃতিশিক্ষার্থীদের সাফল্যের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে আরও অনুপ্রাণিত করার লক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন বলে তিনি মন্তব্য করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহজাহান।
এ অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।