মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ’জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অংশগ্রহণ করে সোহেল খান একাদশ (বনাম) ফ্রেন্ডস একাদশ।
৩০ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার যাদবপুর বি এম স্কুল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যাদবপুর ইউপি ৫নং ওয়ার্ডের সদস্য ও যাদবপুর বি এম স্কুল এর গভর্নিং বডির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ( আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী) বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান সি.আই.পি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা জনাব নূরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ মিয়া,বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ মুকুল প্রাক্তন সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ প্রমুখ।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস একাদশ কে হারিয়ে সেমিফাইনালে সোহেল খান একাদশ বিজয়ী হয়েছে।
খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন যাদবপুর চিরসবুজ ফুটবল একাডেমী ও যাদবপুর গ্রামবাসী। উক্ত খেলাটি জাঁকজমকপূর্ণ আয়োজন হওয়ায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়।