মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সুতিপারা ইউনিয়নে অবস্থিত করিম টেক্সটাইল মিলস পোশাক কারখানা থেকে এক শ্রমিকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় কারখানা থেকে শ্রমিক অনিক (১৯) এর মরদেহ উদ্ধার হয়েছে। অনিক নেত্রকোনা জেলার কুমারপুর এলাকার বাসিন্দা। তিনি করিম টেক্সটাইল লিমিটেডে রিং শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিম টেক্সটাইল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর এডমিন) এস এম অলি চৌধুরী জানান, আমরা অফিসের অন্যান্যদের কাছ থেকে জেনেছি ছেলেটা নতুন এসেছে শান্তশিষ্ট। সে বেশিভাগ সময় একা থাকতো, ফোনে কথা বলতো অনেক সময়। এখন তার মৃত্যু ব্যাপারটা তদন্ত সাপেক্ষ এটা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমেই জানা যাবে।
নিহতের বাবা ও ভাইকে খবর দেয়া হয়েছে তারা আসলে তাদের সামনেই লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। পুলিশ জানায়, খবর পেয়ে কারখানায় গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।