মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ের মুসলিম নগর আবাসিক এলাকায় উন্মুক্তভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা উচ্ছেদ ও দুই জনকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, ইমদাদুল (৪২) ,পিতা- সলিমুদ্দিন ও রুবেল (৩২) পিতা- সবুর হোসেন উভয়েরই গাইবান্ধা বাসিন্দা। দুই জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী। এর আগে বুধবার সন্ধ্যায় এ অভিযান কুল্লা ইউনিয়নের মুসলিম নগর আবাসিক এলাকায় পরিচালনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী জানান,পরিবেশ সুরক্ষায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।