মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ সাটুরিয়ায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত নারীসহ ৭জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার বিমল চন্দ্র রাজবংশীর স্ত্রী লতা রাজবংশী, একই উপজেলার হাজীপুর গ্রামের আমজাদ উদ্দিনের ছেলে কালু ওরফে আনছের আলী, পুনাইল গ্রামের মোঃ জব্বর মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫),দড়গ্রাম গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মিঠুন হোসেন @ হৃদয়(২৮), গাছবাড়ি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে জসীম মন্ডল, হরগজ মোল্লাকান্দি গ্রামের আব্দুল রাজ্জাক এর ছেলে মোঃ জসীম উদ্দিন (৩০) এবং ঢাকার ধামরাই উপজেলার বাউখন্ড এলাকার লাল মিয়ার ছেলে আঃ মান্নান (২৫)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় হওয়া মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে নারীসহ ৭জন আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামীদের মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।