ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে গভীররাতে কেচিগেট কেটে ঘরে ঢুকে ইউপি সদস্যকে প্রাণনাশের চেষ্টা

 

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক ইউপি সদস্যের ঘরের বারান্দার কেচিগেট কেটে ঘরে ঢুকে মুখোশধারীরা ইউপি সদস্যকে মারধর ও প্রাণনাশের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম।

এর আগে, দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মুখোশধারীরা কয়েক জন ছিলেন। তবে তাদের চিনতে পারেননি ভুক্তভোগী সুতিপাড়া ইউনিয়নের ওই ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনি শুয়ে পড়েন। দেড়টার দিকে মুখোশধারী তিনজন গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এরমধ্যে একজন তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মারধরে তার শরীরে জখম হয় ও কনিষ্ঠ আঙুল ভেঙে ফেলে। এছাড়া তারা ঘরের ভেতর মালামাল লুটপাটেরও চেষ্টা করে। এতে ইউপি সদস্য ও তার স্ত্রী ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়।

ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, তিনজন মুখোশধারী লোক কেচিগেটের তালা ভেঙ্গে ভিতরে আসে, টের পেয়ে ঘুম ভেঙ্গে গেলে আমি কিছু বোঝার আগেই তারা আমাকে মারতে থাকে। আমার একটি আঙ্গুল ভেঙ্গে গেছে। আমার স্ত্রী এবং আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়। মুখোশ পড়ে থাকায় তাদের চিনতে পারিনি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ বলেন, ইউপি সদস্যকে মুখোশধারীরা মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে আমরা তদন্ত করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ধামরাইয়ে গভীররাতে কেচিগেট কেটে ঘরে ঢুকে ইউপি সদস্যকে প্রাণনাশের চেষ্টা

আপডেট সময় ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

 

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক ইউপি সদস্যের ঘরের বারান্দার কেচিগেট কেটে ঘরে ঢুকে মুখোশধারীরা ইউপি সদস্যকে মারধর ও প্রাণনাশের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম।

এর আগে, দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মুখোশধারীরা কয়েক জন ছিলেন। তবে তাদের চিনতে পারেননি ভুক্তভোগী সুতিপাড়া ইউনিয়নের ওই ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনি শুয়ে পড়েন। দেড়টার দিকে মুখোশধারী তিনজন গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এরমধ্যে একজন তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মারধরে তার শরীরে জখম হয় ও কনিষ্ঠ আঙুল ভেঙে ফেলে। এছাড়া তারা ঘরের ভেতর মালামাল লুটপাটেরও চেষ্টা করে। এতে ইউপি সদস্য ও তার স্ত্রী ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়।

ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, তিনজন মুখোশধারী লোক কেচিগেটের তালা ভেঙ্গে ভিতরে আসে, টের পেয়ে ঘুম ভেঙ্গে গেলে আমি কিছু বোঝার আগেই তারা আমাকে মারতে থাকে। আমার একটি আঙ্গুল ভেঙ্গে গেছে। আমার স্ত্রী এবং আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়। মুখোশ পড়ে থাকায় তাদের চিনতে পারিনি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ বলেন, ইউপি সদস্যকে মুখোশধারীরা মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে আমরা তদন্ত করছি।