মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী।
রবিবার সকাল ৮ ঘটিকায় ঢাকা আরিচা মহাসড়কে বাথুলি বাস স্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গারমোড় এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি আর এফ এল কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হক জানান,আরিচাগামী মোটরসাইকেল আরোহী ঢাকা-আরিচা মহসড়কের বাথুলি বাস স্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত কোন পরিবহনের ধাক্কায় সিটকে পরে মাথায় আঘাত পায়,অনেক রক্তক্ষরণ হয়েছে। ঘটনাস্থলে মারা যান শাহজাহান আলী।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুখেন্দু বসু বলেন,স্থানীয়রা জানালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়,লাশ এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের আত্মীয়স্বজনদের খবর পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন , তদন্তের ভিত্তিতে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।